• বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪২৯

জাতীয়

টানেল উদ্বোধনের দিনে ১৯টি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৬ অক্টোবর ২০২৩

চট্টগ্রাম প্রতিনিধি :

 আগামী ২৮ অক্টোবর কর্নফুলী নদীর তলদেশে নির্মীত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান‘ টানেল উদ্বোধনের একই দিনে ১৯টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  সেই প্রকল্প গুলোর মধ্যে রয়েছে জেলা পরিষদের ৫ টি প্রকল্প। ১৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে জেলা পরিষদের এই ৫ প্রকল্প।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে জেলা পরিষদ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, জেলা পরিষদের ১৮ তলা জেলা পরিষদ টাওয়ার, এক হাজার আসন বিশিষ্ট পটিয়া শেখ কামাল অডিটরিয়াম কাম মাল্টিপারপাস কমপ্লেক্স, রাউজানে শেখ কামাল কমপ্লেক্স এবং আনোয়ারা ও রাঙ্গুনিয়ায় জেলা পরিষদ ডাকবাংলো।

সংবাদ সম্মেলনে এটিএম পেয়ারুল ইসলাম জানান,  ১৮ তলা জেলা পরিষদ ভবন নির্মাণে ব্যয় ছিল ৭৭ কোটি ১৮ লাখ ৪১ হাজার ২৯৭ টাকা।

পরে বিভিন্ন সংযোজন ও আনুষঙ্গিক কাজসহ প্রকৃত ব্যয় দাঁড়িয়েছে প্রায় ১০০ কোটি টাকা। এছাড়া সম্পূর্ণ সরকারি টাকায় পটিয়া শেখ কামাল অডিটরিয়াম কাম মাল্টিপারপাস কমপ্লেক্স যার নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় ২০ কোটি টাকা। রাউজানে তিনতলা বিশিষ্ট শেখ কামাল কমপ্লেক্স প্রকল্পে ব্যয় ৭ কোটি ৩২ লাখ ৩০ হাজার টাকা, আনোয়ারায় আধুনিক ডাকবাংলো নির্মাণে ব্যয় হচ্ছে ১ কোটি ৯০ লাখ টাকা, রাঙ্গুনিয়ায় পুরাতন জরাজীর্ণ ডাকবাংলোটি ভেঙ্গে নতুন আধুনিক ডাকবাংলো নির্মাণে ব্যয় প্রায় ১ কোটি ৫৬ লাখ টাকা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads